১০০ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডের প্রথম আসরে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ

১০০ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডের প্রথম আসরে চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভ
MostPlay

১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আলোচনা কম হয়নি। দর্শকেরা কেমনভাবে গ্রহন করবে ১০০ বলের ক্রিকেট তা নিয়েই বেশি আলোচনা ছিল। সবকিছু ছাপিয়ে মাঠে গড়ায় ১০০ বলের ক্রিকেট দ্য হান্ড্রেড। গতকাল রাতে সফলভাবেই শেষ হয়েছে দ্য হান্ড্রেডের প্রথম আসর। শনিবার রাতে বার্মিংহ্যাম ফিনিক্সকে হারিয়ে ১০০ বলের ক্রিকেট প্রতিযোগিতা দ্য হান্ড্রেডের প্রথম আসরে চ্যাম্পিয়ন হলো জেমস ভিন্সের সাউদার্ন ব্রেভ।

টসে হেরে ব্যাট করতে নেমে বার্মিংহামকে ১৬৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় সাউদার্ন। আইরিশ ওপেনার স্টার্লিংয়ের ৬১ ও হোয়াইটলির অপরাজিত ৪৪ রানের সুবাদে ১৬৮ রানের সংগ্রহ পায় তারা। এ ছাড়া দলটির হয়ে ২৭ রান করেছেন অ্যালেক্স ডেভিস। বার্মিংহামের হয়ে দুটি উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে।

রান তাড়া করতে নেমে ব্রেভ সিমার ক্রেইগ ওভারটন ও জর্জ গার্টনের তোপে ১৪ রানে ২ উইকেট হারায় ফিনিক্স। কেবল লিভিংস্টোন (১৯ বলে ৪৬) ব্রেভের পথের কাঁটা হয়ে দাঁড়ান। কিন্তু টি ডেভিডের কিপার্স এন্ডের স্টাম্পে সরাসরি হিটে থেমে যায় ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের ঝড়। তাতে ১০০ বলে ফিনিক্স থামে ৫ উইকেটে ১৩৬ রানে।

লিভিংস্টোনের ৪৬ ছাড়া অধিনায়ক মঈন আলী (৩০ বলে ৩৬ রান), ক্রিস বেঞ্জামিন (২৫ বলে অপরাজিত ২২ রান) ও বেনি হাউয়েল (১৪ বলে অপরাজিত ২০ রান) তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু ম্যাচ শেষে বিজয়ের হাসি হাসতে পারেনি ফিনিক্স৷ ৩২ রানে জয়ের মধ্য দিয়ে দ্য হান্ড্রেডের প্রথম শিরোপা ঘরে তোলে সাউদার্ন ব্রেভ।

মন্তব্যসমূহ (০)


Lost Password