তুষার ঝড়ে নিহত ৬ যুক্তরাষ্ট্রে

তুষার ঝড়ে নিহত ৬ যুক্তরাষ্ট্রে

ভারী তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। তুষারঝড়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ ইয়র্কসহ ১৪ টি রাজ্যে দুই ফুটেরও বেশি বরফের স্তর জমে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। লাগাতার তুষারপাতে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এদিকে জাপানে ভারী তুষারপাতের ফলে প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফিজিতে সাইক্লোন ইয়াশার তান্ডবে বিপর্যস্ত জনজীবন।   

তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য। লাগাতার তুষারপাতে অন্তত দেড় শতাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। হতাহতের ঘটনা ছাড়াও বাল্টিমোর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে পিছলে গেছে উড়োজাহাজ। বরফের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ প্রধান সড়কের যোগাযোগ ব্যাবস্থা।

যানবাহন আটকে পড়ার ঘটনা ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস বন্ধসহ বিমানের সময়সূচি বাতিল করা হয়েছে। এছাড়াও তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে টিকাদান কর্মসূচি।   
 
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিতে সাইক্লোন ইয়াশার তাণ্ডবে কারফিউ জারী করা হয়েছে। অঞ্চলের বাসিন্দাদের ঘরের বাইরে না বেরোনোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জাপানের নিগাতা ও গুনমা জেলায় গত তিনদিন ধরে ভারী তুষারপাত হয়েছে৷ ফলে প্রায় ১০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভিন্ন অংশে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু বরফে আটকা পড়েছে হাজারো যানবাহন।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password