সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা শুরু

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা শুরু
MostPlay

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও দেশের সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা এস.এস.সি , দাখিল ও সমমান পরিক্ষা শুরু হয়েছে আজ। জেলায় এ বছরে ৪৪ হাজার ২’শত ২২ ‘জন এস, এস, সি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বৃহস্প‌তিবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা অনু‌ষ্ঠিত হয়েছে। করোনা মহামারির মধ্য এটি দ্বিতীয় পাবলিক পরীক্ষা।

এবারের ‌সিরাজগঞ্জ জেলায় ৮২ টি কেন্দ্রে ৪৪ হাজার ২শত ২২ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। জেনারেল শাখায় ৪৬টি কেন্দ্রে ৩৪ হাজার ২ শত ৪৬ জন, দাখিল মাদ্রাসায় ১১‌টি কেন্দ্রে ৪ হাজার ৫ শত ২১ জন, ভোকেশনালে ২০‌টি কেন্দ্রে ৫ হাজার ৭২ জন, দাখিল ভোকেশনালে ৫‌টি কেন্দ্রে মোট ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন।

এই বছরে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে হবে এসএসসি পরীক্ষা হচ্ছে। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। তবে ইংরেজি প্রথম পত্রে ৫০ এবং দ্বিতীয়পত্রেও ৫০ নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে। পরীক্ষার সময় ও নম্বর বিভাজনের নির্দেশিকাও দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

পরীক্ষা হবে দুই ঘণ্টায়। এর মধ্যে এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) অংশের সময় ২০ মিনিট এবং রচনামূলক বা সৃজনশীল অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। স্বাভাবিক সময়ে যেসব বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হয়েছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password