শোবিজের করোনা জয়ীরা

শোবিজের করোনা জয়ীরা

করোনাভাইস শোবিজের এখন পর্যন্ত অনেক গুনীজনকে কেড়ে নিয়ে গেছে। বর্তমানেও অনেক তারকা করোনা ভাইরাসের সাথে লড়াইকরে চলেছেন। সবার একটাই আশা তারা যেন করোনা জয় করে আবার ফিরে আসেন। অনেক তারকাই আবার করোনা জয় করে বর্তমানে সুস্থ্য আছেন। যেসব তারকা করোনা জয় করেছেন তাদের নিয়েই আজকের আয়োজন

আবুল হায়াত

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক ৭৬ বছর বয়সি আবুল হায়াত সম্প্রতি করোনা থেকে সুস্থ্য হয়েছেন। ২০ এপ্রিল আবুল হায়াতের করোনামুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার ছোট মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত। মার্চ শেষের দিকে করোনায় আক্রান্ত হন আবুল হায়াত। পরে অবস্থা জটিল হলে ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমদিকে তার শারীরিক অবস্থা বেশ জটিল থাকলেও বর্তমানে সুস্থ্য আছেন এই বর্ষীয়ান অভিনেতা।

চয়নিকা চৌধুরী

নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী করোনা আক্রান্ত হয়েছিলেন গত ৫ এপ্রিল।  এভার কেয়ার হাসপাতালের ডা. আয়াজের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিয়েছেন চয়নিকা চৌধুরী। গত ২১ এপ্রিল করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন এই নির্মাতা। নিজেই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে নিশ্চিত করেছেন চয়নিকা চৌধুরী। করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এখন নিতে পারছেন না চয়নিকা চৌধুরী। বিষয়টি চয়নিকা চৌধুরীকে নিশ্চিত করেছেন ডা. আয়াজ। এক মাস পরে ভ্যাকসিন গ্রহণ করা যাবে বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন চয়নিকা চৌধুরী।

মৌসুমী

গত ৪ এপ্রিল বাংলা সিনেমার প্রিয়দর্শনী মৌসুমী করোনায় আক্রান্ত হয়েছিলেন। জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর শরীরব্যথা, গলাব্যথা, হালকা জ্বরের কথা করোনা আক্রান্ত হওয়ার দুই দিন আগেই জানিয়েছিলেন তাঁর স্বামী বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। মৌসুমীর সাথে তাঁর ছেলে ফারদীন, মেয়ে ফাইজা এবং পুত্রবধূ আয়েশাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাসাতে চিকিৎসা নিয়েই করোনা থেকে মুক্ত হয়েছেন মৌসুমী।

আজিজুল হাকিম

নন্দিত অভিনেতা আজিজুল হাকিম করোনা জয় করে বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছেন। গত ১২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর গত ১৫ নভেম্বর এই অভিনেতাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ২৪ নভেম্বর করোনা জয় করে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

তাহসান খান

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানও করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত বছরের ৯ই অক্টোবর তাহসান খান সাংবাদিকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত। করোনা পজেটিভ হওয়ার পর তিনিও বাসাতেই চিকিৎসা নিয়েছেন। ১৮ই অক্টোবর ছিল তাহসানের ৪১তম জন্মদিন। জীবনের বিশেষ দিনটির আগের সন্ধ্যায় তিনি নিজেই করোনা থেকে মুক্ত হওয়ার সুখবর জানান। তিনি তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে লিখেন, “একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্যে প্রশান্তির হাসি”।

অপূর্ব

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। টানা নয়দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা থেকে মুক্তি পেয়ে বাসায় আসেন এই অভিনেতা। নভেম্বরের প্রথম সপ্তাহে জ্বর আসে অপূর্বর। তিন দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান এই তারকা। ফল হাতে পেলে জানা যায়, তিনি করোনা পজিটিভ। এরপর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ৩ নভেম্বর তাঁকে রাজধানী ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা থেকে সুস্থ্য হয়ে বাসায় ফেরা পথে ফেসবুকে অপূর্ব লিখেন, “সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন বাসার পথে। ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

তানজিন তিশা

গত বছরের ৪ অক্টোবর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের “মানি মেশিন” নামের ওয়েব সিরিজের শুটিং করার সময় করোনাতে আক্রান্ত হয়েছিলেন তানজিন তিশা। করোনা পজেটিভ আসার পর  তানজিন তিশা জানান, হঠাৎ করে তার স্বাদ ও ঘ্রাণ শক্তি চলে যায়। এগুলো করোনার উপসর্গ হাওয়ায় তিনি নিজ উদ্যোগে কভিড-১৯ পরীক্ষা করান। এরপর রিপোর্ট পজিটিভ আসে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন এই তারকা। অক্টোবর মাসের ১৫ তারিখ করোনা নেগেটিভ রিপোর্ট পান তানজিন তিশা। করোনা থেকে মুক্ত হয়ে তিশা তার ফেসবুক ভেরিফায়েড পেজে লেখেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমার কভিড১৯ রিপোর্ট আজ নেগেটিভ এসেছে”।

প্রবীর মিত্র

৭৮ বছরের বরেণ্য অভিনয়শিল্পী প্রবীর মিত্রও গত বছর করোনাজয় করে ঘরে ফিরেছেন। ২০২০ সালের জুন মাসের শেষ সপ্তাহে করোনা আক্রান্ত হন। পরীক্ষার ফল পজিটিভ জানা যাওয়ামাত্র পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর পর করোণামুক্ত হয়ে বাসায় ফেরেন এই বরেণ্য অভিনেতা।

তমা মির্জা

২০২০ সালের ১১ জুলাই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে চিত্রনায়িকা তমা মির্জার। ঢাকার বাসা‌তেই আই‌সো‌লে‌শনে চ‌লে যান তিনি। চি‌কিৎসা নেন বা‌ড়ি‌তেই। তার সাথে বাবা, মা ও গাড়ির ড্রাইভারও করোনায় আক্রান্ত হয়েছিল। দীর্ঘ এক মাস করোনার সাথে লড়াই করে করোনা মুক্ত হয়েছিলেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password