শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

শিবপুর উপজেলার  বাঘাব ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিবেদক : আপনার পুলিশ আপনার পাশে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’এ স্লোগানকে সামনে রেখে ওয়ারেন্ট তামিল ও বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের ৮নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগষ্ট শুক্রবার বিকেলে শিবপুর মডেল থানার আয়োজনে ৮নং বিট বাঘাব ইউনিয়ন বিরাজনগর বাজা‌রে এ সভা অনুষ্ঠিত হয়। বাঘাব ইউনিয়নের বিট অফিসার এসআই মো: কামরুজ্জামানের সঞ্চালনায় ও শিবপুর ম‌ডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সালাহউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (শিবপুর- ম‌নোহরদী সা‌র্কেল)মেজবাহ উ‌দ্দিন ।

এসময় আরো বক্তব্য রাখেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফল চেয়ারম্যান ভিপি তরুন মৃধা, ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক জসিম উ‌দ্দিন মাষ্টার, উপ‌জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি হা‌ফিজ আহ‌ম্মেদ সরকার, উপ‌জেলা মৎস‌্যজী‌বি লী‌গের আহবায়ক জা‌হিদ সরকার, উপ‌জেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হো‌সেন, ইউ‌পি সদস‌্য ম‌নির হোসেন ও আবুল হোসেন প্রমূখ ।

মন্তব্যসমূহ (০)


Lost Password