আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন সাকিবদের সতীর্থ

আইপিএল শুরুর আগেই ছিটকে গেলেন সাকিবদের সতীর্থ

শুক্রবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসর। নতুন আসর শুরুর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকতে ইনজুরির ধাক্কা খেলো বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

হাঁটুর ইনজুরিতে পুরো আইপিএল থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান রিংকু সিং। তার বদলে পাঞ্জাবের ব্যাটিং অলরাউন্ডার গুরকিরাত সিং মানকে দলে ভিড়িয়েছে কলকাতা। এবারের আইপিএলের নিলামে গুরকিরাত অবিক্রিত থাকায় তাকে নিতে পারল দুইবারের চ্যাম্পিয়নরা।

২০১৮ সালে ৮০ লাখ রুপিতে রিংকুকে কিনেছিল কলকাতা। এরপর তিন মৌসুমে কলকাতার হয়ে মাত্র ১০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রিংকু। যেখানে মাত্র ১১ গড় ও ১০১.৩১ স্ট্রাইকরেটে ৭৭ রানের বেশি করতে পারেননি তিনি।

কলকাতায় আসার আগে কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে ২০১৭ সালে আইপিএল অভিষেক হয়েছিল রিংকুর। সেই আসরে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পান তিনি। কিন্তু সেই ম্যাচে কোনো বল মোকাবিলা করার সুযোগ আসেনি তার।

রিংকুর জায়গায় নেয়ার গুরকিরাতকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতেই পেয়ে গেছে কলকাতা। ত্রিশ বছর বয়সী এ ব্যাটিং অলরাউন্ডার এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলের খেলেছেন। এছাড়া ২০১৬ সালে ভারতের হয়ে তিনটি ওয়ানডেও খেলেছেন তিনি।

সম্প্রতি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে পাঞ্জাব দলকে সেমিফাইনালে তোলার পথে ১৩৪ স্ট্রাইকরেটে ১৩৪ রান এবং তিন ওভার বোলিং করে ১টি উইকেট নিয়েছিলেন গুরকিরাত। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১৩ ম্যাচে ১২৪ স্ট্রাইকরেটে ১৮২৯ রান রয়েছে তার নামের পাশে।

মন্তব্যসমূহ (০)


Lost Password