ওয়ানডেতে মাশরাফিকে টপকে সর্ব্বোচ্চ উইকেট শিকারি সাকিব

ওয়ানডেতে মাশরাফিকে টপকে সর্ব্বোচ্চ উইকেট শিকারি সাকিব

সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে তাসকিন আহমেদের তালুবন্দী হলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর। এরই সঙ্গে ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ানডেতে মাশরাফির উইকেট ২৬৯টি। এতদিন তার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। তবে এবার ছাড়িয়ে গেলেন তাকেও। জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে আউট করলেন দুর্দান্ত এক ডেলিভারিতে। এখন পর্যন্ত ২১৩ ম্যাচে ওভারপ্রতি ৪.৪৫ রান খরচ করে সাকিব নিয়েছেন ২৭২ উইকেট। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ৩ বার, ৪ উইকেট ৯ বার।

টেইলরকে আউটের পর সাকিব আরও ৪ উইকেট পেয়েছেন। একে একে আউট করেছেন রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রেগিস চাকাবা ও রিচার্ড নাগবারাকে। মাত্র ৯.৫ বলে ৩০ রান দিয়ে নেন ৫ উইকেট।

এই তালিকায় সাকিব আর মাশরাফির পর কেবল একজনের দুইশর বেশি উইকেট আছে। তিনি হলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি। পরের দুটি অবস্থান দুই পেসার রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমানের। রুবেল ১০৪ ম্যাচ নিয়েছেন ১২৯ উইকেট। মোস্তাফিজ ৬৭ ম্যাচেই ১২৪ উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password