নভেম্বরে বিসিবি'র কর্পোরেট টি-টোয়েন্টি আসরে ফিরছে সাকিব

নভেম্বরে বিসিবি'র কর্পোরেট টি-টোয়েন্টি আসরে ফিরছে সাকিব

নিষেধাজ্ঞা শেষে নভেম্বরে বিসিবি'র কর্পোরেট টি-টোয়েন্টি আসরে ফিরতে যাচ্ছে সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। তবে, ওই আসরে মাশরাফী বিন মোর্ত্তজার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে, আগামী সপ্তাহে বাংলাদেশ জাতীয় দল ও হাই পারফরমেন্স ইউনিট নিয়ে তিন দলের ঘরোয়া ডে-নাইট ওয়ানডে টুর্নামেন্ট করবে ক্রিকেট বোর্ড।

সাকিবের ফেরার অপেক্ষায় চাতক পাখির মতোই প্রতিক্ষায় ক্রিকেট পিয়াসীরা। দেশের ক্রিকেটের নয়নমনির ফেরার সময় ঘনিয়ে আসছে। আর চার সপ্তাহ'ও বাকি নেই নিষেধাজ্ঞার শেখল ভেঙ্গে ফিরবেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজে আধারে ঢাকা পড়ায় ক'দিন আগেই যুক্তরাসষ্ট্রে পরিবারের কাছে ছুটে গেছেন মিস্টার সেভেন্টি ফাইভ। যতোটা জানা গেছে এ মাসের শেষের দিকে দেশে ফিরবেন। কোয়ারেন্টিন শেষে যোগ দেবেন নভেম্বরে ৫ থেকে ৬টি দল নিয়ে বিসিবি'র টি-টোয়েন্টি কর্পোরেট লিগে।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করবো। 

তবে, নভেম্বরে টি-টোয়েন্টি ওই আসরে সাকিবের ফেরার খবর নিশ্চিত করলেও, গেলো মার্চ থেকে ক্রিকেটের বাইরে থাকা মাশরাফীর ব্যাপারে কোন নিশ্চয়তা দিতে পারেননি আকরাম খান। কারণ করোনার মাঝে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে সবাকে দেখা গেলেও, অনুশীলনের দৃশ্যপটে ছিলেন না মাশরাফী। স্বাভাবিক ভাবেই ম্যাশের ফিটনেস বোর্ডের ভাবনার টেবিলে। তবে, নভেম্বরে নাকি টি-টোয়েন্টি আসরে খেলার ইচ্ছে আছে মাশরাফীর। 

আকরাম খান বলেন, এটা সিলেট এবং মাশরাফীর ব্যাপার। এ বিষয়ে আমার কিছু বলার নেই। 

এদিকে, সামনের সপ্তায় জাতীয় দল ও এইচপি দল নিয়ে ডে-নাইট ওয়ানডে আসর আয়োজনের পরিনকল্পনা বোর্ডের।

আকরাম খান আরও বলেন, আমরা যে টুর্নামেন্ট করছি সেটা মিরপুরেই। এ মাসের ১০ তারিখের পরে শুরু করছি ওয়ানডে। ডে-নাইট ম্যাচ হবে।

মূলত জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে সমান তিনটি করে টেস্ট-ওয়ানডে ছাড়াও ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাসের ব্যাপারটি মাথায় রেখে স্বাস্থ্য সুরক্ষায় ই প্রস্তুতি কাজে লাগবে বলে বিশ্বাস বিসিবি'র।

মন্তব্যসমূহ (০)


Lost Password