দলের সাথে অনুশীলনে সাকিব

দলের সাথে অনুশীলনে সাকিব

ঈদের ছুটির পর কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঈদের পর আজই ছিল বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। আইপিএল খেলে আসা সাকিব আল হাসান কোয়ারেন্টাইন শেষ করে দলের সাথে আজ অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলন না করলেও মিরপুরে এসেছেন মোস্তাফিজ। আগামী ২০ মে দুজনের কোয়ারেন্টাইন শেষ হবার কথা থাকলেও বিশেষ অনুমতিতে তাদের কোয়ারেন্টাইন মেয়াদ কমানো হয়েছে। গতকাল রাতেই সাকিব ও মোস্তাফিজ কোয়ারেন্টাই শেষ করে বাসায় ফিরেছেন।

সাকিব দলের সাথে অনুশীলনে নামলেও অনুশীলনটা দীর্ঘসময় করতে পারেননি। দুপুর থেকে কালো মেঘের ঘনঘটা মিরপুরের আকাশে। থেমে থেমে বৃষ্টি কারণে অনুশীলনটা ঠিকঠাক মতো হয়নি বাংলাদেশ দলের। ফ্লাড লাইটের আলোয় অনুশীলন হওয়ার কথা বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত। বৃষ্টির কারণে ১৫ মিনিট পর শুরু হয় অনুশীলন। কিছুক্ষণ ওয়ার্মআপ করে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ভাগ হয়ে নামেন ফুটবল খেলতে। ২ মিনিট না খেলতেই শুরু ভারী বর্ষণ। এরপর দৌড়ে ড্রেসিংরুমে যান রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অনুশীলন হয়েছিল মাত্র ২০ মিনিট। পরে বৃষ্টি কমলে আবারও মাঠে নামে টাইগাররা কিন্ত কিছুক্ষন আবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের অনুশীলনে।

আগামী ২৩ মে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজের শেষ দুই ম্যাচ ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্টিত হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password