জন্মদিনে আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব

জন্মদিনে আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব

তিন সাবেক অধিনায়ক মুখোমুখি। একপক্ষে আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় ও অন্যপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।সাকিব অবশ্য পাশে পেয়েছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে এখন সাকিব বনাম বিসিবি যুদ্ধংদেহী অবস্থা। ২২ গজের লড়াইয়ের মতোই বিসিবির বিরুদ্ধে লড়ছেন সাকিব।

সম্প্রতি একটি অনলাইনের ফেসবুক লাইভ সাক্ষাৎকারে বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন সাকিব। কাঠগড়ায় দাঁড় করান বিসিবি পরিচালক ও দেশের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমানকে। এরপরই তুমুল সোরগোল বেঁধে যায় দেশের ক্রীড়াঙ্গনে।

আর এমন উত্তেজক পরিস্থিতিতেই বুধবার জন্মদিন পালন করলেন বাংলাদেশের পোস্টারবয়। ৩৪-এ পা দিলেন এই অলরাউন্ডার। আর এমন বিশেষ দিনে সাকিবকে সুখবর দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) । যা তার পাওনাই ছিল। 

বুধবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত পুরুষ ওয়ানডে র‍্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরির হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়।

সেখানে দেখা গেছে, র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। ব্যাটে ও বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারের তালিকার মধ্যে শীর্ষে আছেন এই তারকা খেলোয়াড়।

তালিকায় দেখা গেছে, ৪১২ রেটিং নিয়ে তালিকায় এক নম্বরে সাকিব আল হাসান। অনেকটা ব্যবধান নিয়ে ২৯৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তানের মোহাম্মদ নবী।

তৃতীয় স্থানে ২৯০ রেটিং নিয়ে আছে ইংল্যান্ডের বেন স্টোকস, ২৭৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রিস ওকস, ২৭১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছে পাকিস্তানের ইমাদ ওয়াশিম, ২৭০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছে আফগানিস্তানের রশিদ খান।

এ ছাড়া তালিকায় ২৬৭ রেটিং নিয়ে সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়ার মিচেল স্যান্টনার, ২৬০ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছে অস্ট্রেলিয়ার কলিন ডি গ্রান্ডহোম, ২৫০ রেটিং নিয়ে নমব স্থানে আছে ভারতের রবিন্দ্রা জাদেজা, ২৩৮ রেটিং নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ের সেন উইলিয়ামস।

মন্তব্যসমূহ (০)


Lost Password