আজ দেশে ফিরছেন সাকিব আল হাসান

আজ দেশে ফিরছেন সাকিব আল হাসান
MostPlay

অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই পরিবারের কাছে অ্যামরিকাতে ছুটে গিয়েছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। খুব বেশিদিন পরিবারকে সময় দেয়া হলো না তার কারণ কয়েকদিন পরেই যে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ড সিরিজে দলের সাথে যোগ দিতে আজ ভোরে দেশে ফিরছেন সাকিব৷ দেশে ফিরেই দলের অন্য সদস্যদের সাথে কোয়ারেন্টাইনে যোগ দিবেন তিনি।

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন সাকব আল হাসান৷ ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন ১১৪ রান। আর বল হাতে নেন ৭ উইকেট। সর্বশেষ ম্যাচে একাই নিয়েছিলেন অজিদের ৪টি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করতেও তার দিকে তাকিয়ে পুরো দেশবাসী।

এদিকে নিউজিল্যান্ড দলও আজ পা রাখছে বাংলাদেশ। বাংলাদেশে পৌঁছে তারাও সরাসরি চলে যাবে কোয়ারেন্টাইনে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না টম ল্যাথামের নেতৃত্বে আসা নিউজিল্যান্ড দল। দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ১ সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলায়। একই ভেন্যুতে বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

মন্তব্যসমূহ (০)


Lost Password