পিএসএল থেকে ছিটকে গেলেন শহিদ আফ্রিদি

পিএসএল থেকে ছিটকে গেলেন শহিদ আফ্রিদি

আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাচ্ছে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া পিএসএলের বাকি অংশ। পিএসএলের শেষ অংশে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল মুলতান সুলতান। পিএসএলের দ্বিতীয় পর্ব থেকে ছিটকে গেছেন পাকিস্তানি লিজেন্ড অলরাউন্ডার শহিদ আফ্রিদি। মুলত পিঠের ইনজুরীর কারণে করোনায় বন্ধ যাওয়া টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না তিনি। মুলতান সুলতানের হয়ে অনুশীলনের সময় পিঠের ইনজুরীতে পড়েন পাকিস্তানি অলরাউন্ডার। পিএসএল থেকে আফ্রিদির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

এদিকে আফ্রিদির বদলি হিসেবে আরেক আফ্রিদিকে দলে ভিড়িয়েছে মুলতান সুলতান। ৪১ বছর বয়সী শহিদ আফ্রিদির জায়গায় ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদিকে দলে অনর্ভুক্ত করেছে দলটি।

পিএসএল থেকে ছিটকে পড়ে বেশ হতাশ শহিদ খান আফ্রিদি জানিয়েছেন, ‘পিএসএলের বাকি অংশে খেলার জন্য অনুশীলন করছিলাম। তখন পিঠের নিচের দিকে ব্যথা অনুভূত হয়। ব্যথার মাত্রা বেশি অনুভব হওয়ায় চিকিৎসকের সঙ্গে কথা বলি। দূর্ভাগ্যবশত আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। যে কারণে মুলতান সুলতানসের সঙ্গে টুর্নামেন্টের আবুধাবিপর্বে যোগ দিতে পারব না’।

নিজে টুর্ণামেন্ট থেকে ছিটকে গেলেও মুলতান সুলতানের সতীর্থদের শুভ কামনা জানিয়েছেন শহিদ আফ্রিদি। এবারের পিএসএলে সুলতান মুলতান জয়ী হবে বলেও আশা ব্যাক্ত করেছেন শহিদ আফ্রিদি।

মন্তব্যসমূহ (০)


Lost Password