কোপা আমেরিকাতে আর্জেন্টিনার গ্রুপ ম্যাচের সময় সুচী

কোপা আমেরিকাতে আর্জেন্টিনার গ্রুপ ম্যাচের সময় সুচী

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৩ জুন দিবাগত রাতে ব্রাজিলে মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা। প্রথমে এবারের কোপা আমেরিকা অনুষ্ঠীত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়াতে। রাজনৈতিক কারণে আয়োজক দেশ থেকে প্রথমে নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া। এরপর করোনার কারণে আর্জেন্টিনাও সরে দাঁড়ায় কোপা আমেরিকা আয়োজন করা থেকে।

এরপর কোপা আমেরিকা আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত গতবারের মতো এবারেও ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। যদি করোনার কারণে ব্রাজিলের দুই তৃতিয়াংশ মানুষ চায়না তাদের দেশে কোপা আমেরিকা আয়োজন করা হোক। কোপা আমেরিকার প্রতি আমাদের দেশের ফুটবল প্রেমীদের অন্যরকম এক ঝোক কাজ করে কারণ এই টুর্ণামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনা অংশগ্রহন করে থাকে। বাংলাদেশে ফুটবল প্রেমীরা মুলত এই দলে বিভক্ত। বিশ্বকাপ ও কোপা আমেরিকার সময় বাংলাদেশের সাপোর্টারদের মধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমেও চলে তুমুল তর্ক-বিতর্ক। আজ আমরা জেনে নিব এবারের কোপা আমেরিকাতে বাংলাদেশ সময় অনুযায়ী আর্জেন্টিনা ফুটবল দলের সুচী।

আর্জেন্টিনা কোপা আমেরিকাতে এবার গ্রুপ ‘এ’ তে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার সাথে রয়েছে চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে ও বলিভিয়া। প্রথম ম্যাচে ১৪ জুন দিবাগত রাত ৩টায় মেসিরা মুখোমুখি হবে চিলির। পরের ম্যাচে আর্জেন্টিনা লড়বে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১৯ জুন ভোর ৬টায়। উরুগুয়ে ম্যাচের পর ২২ জুন আর্জেন্টিনা মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। ২৯ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় গ্রুপ পর্বে শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলভিয়া।

এদিকে কোপা আমেরিকার জন্য দুদিন আগেই স্কোয়াড ঘোষনা করেছে আর্জেন্টিনা। ২৮ জনের মধ্যে জায়গা করে নিতে পারেননি এক সপ্তাহ আগে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের একাদশে খেলা লুকাস ওকাম্পোস। প্রাথমিক দল থেকে ওকাম্পোস ছাড়া আরও তিন জন বাদ পড়েছেন। হুয়ান ফয়েথ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও হোসে পালোমিনো ঠাঁই পাননি কোপার দলে। আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড : গোলকিপার- ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো; ডিফেন্ডার- গনসালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, জার্মান পেজ্জেলা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; মিডফিল্ডার- মার্কোস আকুনা, রোদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি ল চেলসো, এক্সেকুয়েল পালাসিওস, গুইদো রোদ্রিগেজ, নিকোলাস ডোমিঙ্গুয়েজ, আলেহান্দ্রো গোমেজ; ফরোয়ার্ড- লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গনসালেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, জোয়াকুইন কোরেয়া, লুকাস আলারিও

মন্তব্যসমূহ (০)


Lost Password