ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সালমান খান অভিনীত রাধে ইয়োর মোস্ট ওয়ান্ডে ভাই। সেই সিনেমার আয়ের একাংশ করোনা ত্রাণে ব্যয় করা হবে। সালমান খানের প্রযোজনা সংস্থা এবং জি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি লড়াইয়ের জন্য এরইমধ্যে এগিয়ে এসেছেন বলিউড ইন্ডাস্ট্রির নামি দামি বেশ কয়েকজন তারকা। যে তালিকায় রয়েছেন সালমান খান। প্রতিদিন ৫ হাজার করোনা যোদ্ধার মাঝে খাবার বিতরণ করেন তিনি।
ছবির নির্মাতারা বলেছেন, গিভ ইন্ডিয়া মঞ্চের অংশীদার হিসাবে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম দান করবেন তারা। এছাড়া জি এবং এস কে এফ এই বিশাল বিনোদন ইন্ডাস্টির শ্রমিকদের সাহায্য করবেন যারা এই করোনা মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই একজন দায়বদ্ধ কর্পোরেট সংস্থা হিসাবে এই কঠিন লড়াইয়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দর্শকদের কেবল বিনোদন দেয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, ব্যবসায়িক লাভের বাইরে বেড়িয়ে এই মুহূর্তে দেশবাসীর পাশে দাঁড়াতে চাই আমরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন