রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন,যা বললেন জিদান

রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন,যা বললেন জিদান

'নতুন চ্যালেঞ্জ নিতে' রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে গিয়ে বড় সাফল্য পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। জেতা হয়নি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অন্যদিকে রোনালদো চলে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদে তার শূন্যতা বারবার ফুটে উঠেছে। সিআর সেভেন নিজেকে যেন হারিয়ে ফেলেছেন। এমন মুহূর্তে গুঞ্জন শুরু হয়েছে যে, পর্তুগিজ সুপারস্টার নাকি আবারও তার পুরনো ঠিকানা রিয়াল মাদ্রিদে ফিরতে যাচ্ছেন!

২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। রিয়ালের হয়ে টানা তিনটি সহ মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। এছাড়া লা লিগাসহ অন্যসব ট্রফি জিতেছেন অনেকবার।  দলটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। কিন্তু জুভেন্তাসের হয়ে তার হাত এখনও শূন্য। গত সপ্তাহে পোর্তোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে জুভেন্তাস। সব মিলিয়েই রোনালদোর রিয়ালে ফেরার গুঞ্জন জোরদার হয়েছে।

এ বিষয়ে রিয়াল বস জিদান এলচের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, 'মাদ্রিদের কাছে ক্রিশ্চিয়ানো কতখানি, এখানে সে কী করেছে, তার জন্য আমাদের সবার ভালোবাসা কেমন- তা সবার জানা। সে এখানে যা করেছে, তা অভাবনীয়। কিন্তু এখন সে জুভেন্তাসের খেলোয়াড় এবং সেখানে সে খুব ভালো করছে। তার ফেরার গুঞ্জনে আমি কিছু বলতে পারছি না। অনেক কথা হচ্ছে, তবে এই বিষয়গুলোকে সম্মান করতে হবে।'

মন্তব্যসমূহ (০)


Lost Password