বেনজেমার জোড়া গোলে লা লিগার শীর্ষে রিয়াল

বেনজেমার জোড়া গোলে লা লিগার শীর্ষে রিয়াল

চোট, করোনাভাইরাস, নিষেধাজ্ঞা, গত ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র সবকিছু মিলে বেহাল অবস্থা রিয়াল মাদ্রিদের। এর মাঝেই গতরাতে প্রতিপক্ষের মাঠে স্প্যানিশ লা লিগায় কাদিজের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মাদ্রিদ। গত অক্টোবরে রিয়ালকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল এ মৌসুমেই লা লিগায় ফেরা কাদিস। তাই জয়টা এক প্রকার প্রতিশোধই বলা যায়। দলের কঠিন সময়ে এই জয়টা শিরোপা জয়ের ক্ষেত্রে টনিক হিসেবে কাজ করবে বলেই মনে করা হচ্ছে।

গেতাফের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই রক্ষণে বাড়তি মনোযোগ দিতে গিয়ে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারাতে দেখা গিয়েছিল রিয়ালকে। সেই সুযোগে বল দখলে এগিয়ে ছিল কাদিস। তবে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচে যখন রিয়ালকে চেপে ধরার চেষ্টা করছে কাদিস ঠিক তখন পাল্টা আক্রমন শুরু করে রিয়াল। ম্যাচের যখন ঠিক ৩০ মিনিট তখন কাদিস প্রান্তে একটা ঝড় বইয়ে দেয় মাদ্রিদ। ১০ মিনিটের মধ্যে স্বাগতিক কাদিজকে কাঁদিয়ে ছাড়ল রিয়াল মাদ্রিদ। এই সময়ের মধ্যেই কাদিসে জালে তিনবার বল পাঠিয়েছে রিয়াল।

৩০ মিনিটে গোলের শুরু করেন করিম বেনজেমা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৩৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন আলভারো অদ্রিওতোলা। এ সময় বাম দিক থেকে পাঠানো বেনজেমার ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান অদ্রিওতোলা। এরপর ৪০তম মিনিটে কাসিমিরোর ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন বেনজেমা। চলতি মৌসুমে লিগে এটি ছিল তার ২১ নম্বর গোল। তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে গোল শোধ করার চেষ্টা চালিয়া যায় কাদিস। রিয়েল শিবিরে একে পর এক আক্রমন করতে তাহাকা। গোলমুখে একে একে ১৪টি শট করে তারা। কিন্ত কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। ফলে পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে কাদিস। এই জয়ের ফলে ৩২ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরলো রিয়াল। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে আতলেতিকোর অবস্থান দুইয়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password