পলাশে সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া

পলাশে সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না কাঁচা চামড়া

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে সরকার নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন কোরবানির ঈদে পশু কোরবানি দেওয়া ব্যক্তিরা। তারা অভিযোগ করে আরো জানান, মৌসুমি ব্যবসায়ীরা কাঁচা চামড়ার চাহিদা না থাকার অজুহাত দেখিয়ে নির্ধারিত মূল্যে চামড়া কিনছেনা। গরু ও বকরির চামড়ার ক্রয়ে মৌসুমি ব্যবসায়ীরা অনেক কম দাম দিচ্ছেন।

পলাশ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখাগেছে, মৌসুমি ব্যবসায়ীরা এক লাখ টাকায় কেনা একটি গরুর চামড়া মাত্র ৪০০ টাকায় কিনছেন। একইভাবে এক লাখ ১৬ হাজার টাকায় কেনা আরেকটি গরুর চামড়াও বিক্রি হয়েছে মাত্র ৪০০ টাকায়। ঘোড়াশালের আহাদুল কবির জানান, 'আমি দেড় লাখ টাকার গরুর চামড়া মাত্র ৬০০ টাকা বিক্রি করেছি।

ঘোড়াশাল সাদ্দাম বাজার সম্মুখে মৌসুমি চামড়া ব্যবসায়ী বকুল মিয়া  জানান, ঈদের দিন তিনি ২৫ পিস গরুর চামড়া কিনেছেন। এ বছর ২৫ হাজার টাকার কাঁচা চামড়া কেনার লক্ষ্য আছে তার। তিনি প্রতি পিস গরুর চামড়া কিনছেন ৪০০ টাকা থেকে ৬০০ টাকায়। তিনি আরো জানান, এ বছর ট্যানারি মালিকদের চাহিদা কম থাকায় কাঁচা চামড়ার দাম কমে গেছে।'

মন্তব্যসমূহ (০)


Lost Password