গালে নিজ দেশের পতাকা এঁকে মাঠে নামলেন রশিদ খান

গালে নিজ দেশের পতাকা এঁকে মাঠে নামলেন রশিদ খান

আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে চলে যাওয়াকে দুঃস্বপ্ন হিসেবে দেখছেন আফগান ক্রীড়ামোদীরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে দেশটির ক্রিকেটের উড়ন্ত গতি থেমে যাবে কিনা সেই দুশ্চিন্তা ভর করেছে ক্রিকেটবোদ্ধাদের মনে। শঙ্কিত আফগান ক্রিকেট তারকা রশিদ খানও।

তালেবান কাবুলের দখল নেওয়ার পর আফগানিস্তানে থাকা নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ। নিজ জন্মভূমির শান্তির জন্য পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের কাছে আহ্বান জানিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। গত পরশু আফগানিস্তানের স্বাধীনতা দিবসেও রশিদ যে টুইট করেছিলেন, সেটির মূল কথা ছিল—শান্তিপূর্ণ, উন্নতি করতে থাকা ও একজোট হয়ে থাকা একটা আফগানিস্তানের স্বপ্ন।

রশিদ কাল আফগান চেতনা ছড়িয়ে দিলেন ইংল্যান্ডে চলতে থাকা ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ৷ ম্যাচে রশিদ খান গালে নিজ দেশের পতাকা এঁকে মাঠে নামলেন। তবে কাল সাউদার্ন ব্রেভের বিপক্ষে ব্যাট-বল এ আফগানের হয়ে কথা বলেনি। হেরে গেছে তার দলও।

রশিদ খানদের বিপক্ষে মঈন আলীর সাউদার্ন ব্রেভ ম্যাচটা ৫ ওভার আগেই ৭ উইকেটে জিতে উঠে যায় ফাইনালে। তবে ম্যাচ নিয়ে নয় রশিদ খানের গালে আঁকা পতাকা এখন আলোচনায়। মানুষ তার প্রতি জানাচ্ছে সহমর্মিতা ও ভালোবাসা।

মন্তব্যসমূহ (০)


Lost Password