মাত্র ৪ বলের জন্য সেঞ্চুরি মিস করেও রেকর্ড গড়লেন রশিদ খান

মাত্র ৪ বলের জন্য সেঞ্চুরি মিস করেও রেকর্ড গড়লেন রশিদ খান

মাত্র ৪ বলের জন্য ‘সেঞ্চুরি’  মিস করলেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। এ  ‘সেঞ্চুরি’ অবশ্য রান বা উইকেটের নয়, ওভারের সেঞ্চুরি।আবুধাবিতে চলতি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একাই ৯৯.২ ওভার ওভার বোলিং করেছেন রশিদ খান। মাত্র ৪ বলের জন্য ওভারের সেঞ্চুরি হয়নি তার।সেঞ্চুরি মিস করেও দুর্দান্ত এক রেকর্ড গড়লেন রশিদ খান।

রেকর্ডটি হলো - চলতি শতকে এক ম্যাচে সর্বোচ্চ বোলিংয়ের রেকর্ড এখন রশিদ খানের দখলে। ২০০০ সালে ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত হওয়া ৯৩৫টি টেস্টের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ৯৯.২ ওভার বোলিং করেছেন রশিদ।

রেকর্ডটি এতদিন ধরে ছিল অস্ট্রেলীয় কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের দখলে। ২০০২ সালে কেপটাউন টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৮ ওভার বল করেছিলেন এই অসি তারকা। ১.২ ওভার বা ৮ বল বেশি করে সেই রেকর্ডটি ভেঙে দিলেন আফগাস্তানের স্পিন অস্ত্র রশিদ খান।

আর এতো ওভার বোলিং করে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও অর্জন করেছেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬২.৫ ওভারে ১৩৭ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন এই লেগি। এটি তার পাঁচ টেস্টের ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার।

রশিদের এমন জাদুকরী বোলিংয়ে ম্যাচে ফেরা জিম্বাবুয়ে আর বেশিদূর যেতে পারেনি। দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয়েছে ৩৬৫ রানে।  ফলে জয় পেতে আফগানিস্তানকে ১০৮ রান করতে হবে।  এ প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬ রান। অর্থাৎ আরো ৭৫ রান করতে হবে। হাতে আছে ৯ উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password