ছিনতাইকারী থেকে ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন রমনা থানা পুলিশ

ছিনতাইকারী থেকে ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন রমনা থানা পুলিশ

মাত্র ষোলো দিনের সারাশি অভিযানে মেহরিন খন্দকার জেরিন নামে এক তরুনীর ছিনতাই হওয়া আইফোন ১১ প্রো ম্যাক্স (Iphone11 Pro Max) ফোনটি উদ্ধার করে প্রশংশিত রমনা থানার পুলিশ।১ শনিবার (৩১ জুলাই) মেহরিনের বাবা মহিউদ্দিন খন্দকার এই বিষয়টি বিডিটাইপকে জানান।

মহিউদ্দিন খন্দকার বিডি টাইপকে বলেন, গত ১৫ জুলাই আনুমানিক সন্ধ্যা ৭টার সময় বেইলি রোড হতে আমার মেয়ে মেহরিন খন্দকার জেরিনের আইফোন ১১ প্রো ম্যাক্স (Iphone11 Pro Max) মোবাইলটি ছিনতাই হয়। সাথে সাথেই IME নাম্বার দিয়ে রমনা থানায় একটি জিডি করা হয় এবং মেহরিন তার মোবাইলটি সবসময় ট্রাকিং এর মধ্যে রাখেন।

তিনি আরও বলেন,ছিনতাইকারী মোবাইলটি ছিনতাই করে বেশ কিছু দিন বন্ধ রাখে গত তিন দিন যাবত মোবাইলটি ব্যবহার করে আসতেছিল। এমত অবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিংয়ের মাধ্যমে আজকে মহাখালী থেকে রমনা থানা পুলিশের সারাশি অভিজানে মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই।

তারপর ছিনতাইকারীর তথ্যমতে মোবাইলটি যেখানে বিক্রি করা হয়েছে বনশ্রী একটি বাসা থেকে ক্রেতা এবং মোবাইলটি উদ্ধার করা হয়। চার ঘণ্টার অভিযানে রমনা থানার এসআই শফিকুল ইসলাম ও মোজাম্মেল সাহেব কে নিয়ে মোবাইল টি উদ্ধার করা হয়।

তরুনীর বাবা আরও বলেন,এ সবকিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল পদ্ধতির কারণে।

অবশেষে রমনা থানার অফিসার্স ইনচার্জ মনিরুল ইসলাম পিপিএম, এস আই শফিকুল ইসলাম ও এসআই মোজাম্মেল হক মেহরিন খন্দকারের হাতে তার ছিনতাই হওয়া মোবাইলটি ফিরিয়ে দেন। আমি দায়িত্বরত সকল পুলিশ কর্মকর্তাসহ ও অন্যান যারা সহোযোগিতা করেছেন তাদের মধ্যে সোহাগ ও হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েশ আখন্দ ভাইকেও।

ফোনটি পেয়ে মেহরিন খন্দকার বিডিটাইপকে বলে,আমার হাড়ানো ফোনটি পেয়ে আমি অনেক খুশি। অনেক অনেক ধন্যবাদ রমনা থানার পুলিশ প্রশাসনকে যারা এত শ্রম দিয়ে আমার মোবাইলটি উদ্ধার করে আমার হাতে তোলে দিছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password