আরো দুই দিন বৃষ্টির পূর্বাভাস

আরো দুই দিন বৃষ্টির পূর্বাভাস
MostPlay

সারাদেশে অন্তত আরো দুই দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা ফলে পাহাড়ী এলাকায় ভূমিধ্বসের আশংকা রয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে সাগর কিছুটা উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রায় বৃষ্টি হীন জুলাইয়ের পর আগষ্টে যেন সেই ঘাটতি পুষিয়ে নিতে চাইছে প্রকৃতি। রোববার রাত থেকেই রাজধানীতে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি কখনো মুষল ধারে আবার কখনো হালকা টানা গরমের পর বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিলেও সকালের বৃষ্টিতে সাময়িক অসুবিধার কথা জানালেন অনেকেই।

তারা বলেন "এই বৃষ্টির মধ্যে পাবলিক বাস পাওয়া যায় না,বাচ্চারাও অসুস্থ হয়ে যাচ্ছে”। আবহাওয়া অধিদপ্তর বলছে শুধু ঢাকা নয় সারাদেশেই থেমে থেমে হচ্ছে বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে দেশের বেশির ভাগ অঞ্চলে বেড়েছে বৃষ্টির তীব্রতা। বিশেষ করে চট্রগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস তাদের।

আবহাওয়া অধিদপ্তর বলছে " দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে এবং সমুদ্র সৈকত, বন্দর গুলো জন্য আমরা তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়েছি যেহেতু উপকূলীয় অঞ্চলগুলোতে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত বৃষ্টি পাতের প্রবনতা থাকবে”। এদিকে ভরী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধ্বসের আশংকা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের বৃষ্টি পাত তুলনামূলক কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

মন্তব্যসমূহ (০)


Lost Password