ফ্রেঞ্চ কাপের শিরোপা পিএসজির

ফ্রেঞ্চ কাপের শিরোপা পিএসজির

দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই ফাইনাল খেলতে হবে। এই কারণে পিএসজি সমর্থকরা একটু চিন্তার মধ্যেই ছিল। তবে ফ্রেঞ্চ কাপের ফাইনালে মাউরো ইকার্দি ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে মোনাকোকে হারিয়ে ফরাসি কাপের শিরোপা ধরে রাখল পিএসজি। এই জয়ে রেকর্ড ১৪ বারের মত ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতলো পিএসজি। পুরো মৌসুম জুড়েই ফরাসি তারকা এমবাপ্পে দুর্দান্ত খেলেছেন। তারই ধারাবাহিকতা দেখা গেল মোনাকোর বিরুদ্ধে ফাইনালে। পিএসজির দুই গোলের দুর্দান্ত এমবাপ্পে গোল করেছেন ১টি, করিয়েছেন অপরটি।

বুধবার রাতে চোট ও নিষেধাজ্ঞার কারণে পূর্ণ শক্তির দল নামাতে পারেননি পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। অর্ধশক্তির দল নিয়েও মোনাকোকে শুরু থেকেই চেপে ধিরে পিএসজি। প্রথমার্ধের ১৯ মিনিটের সময়ই পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। জাতীয় দলে জায়গা না পাওয়ার পর খেলতে নেমে প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করলেন তিনি। যথারীতি তাকে বল বানিয়ে দেন এমবাপ্পে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফরাসি জায়ান্ট পিএসজি।

বিরতি থেকে ফিরে কিছুটা ছিন্দ নষ্ট হয় পিএসজির। তবে এমবাপ্পে ছিলেন এক কথায় দুর্দান্ত। এমবাপ্পে একাই মোনাকোর ডিফেন্স এলোমেলো করে দিচ্ছিলেন বারবার। ৮০ মিনিটের সময় অল্পের জন্য গোল পাননি এমবাপ্পে। বক্সের অনেকে বাইরে থেকে তাঁর ডান পায়ের শটটি লাগে ক্রসবারে। এক মিনিট পরেই অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এমবাপ্পে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফ্রেঞ্চ কাপের টানা দ্বিতীয় এবং রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে পিএসজি। ফাইনালে হেরে যাওয়ায় প্রায় ৩০ বছর আগে সবশেষ ফ্রেঞ্চ কাপ জেতা মোনাকোর অপেক্ষা আরও বাড়লো। 

মন্তব্যসমূহ (০)


Lost Password