পলাশে করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে পুলিশের প্রচারণা

পলাশে করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে পুলিশের প্রচারণা

নরসিংদী প্রতিনিধি : সকল শ্রেনী পেশার মানুষজন "মাস্ক পরার অভ্যেস তৈরি করে করোনামুক্ত বাংলাদেশ" গড়ো এ শ্লোগানে নরসিংদীর পলাশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। 

আজ বৃহস্পতিবার ২৯ মার্চ দুপুরে ঘোড়াশাল বাজারসহ পলাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে লিফলেট বিতরণ, মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল আলম, পলাশ থানার এসআই মীর সোহেল রানা, ঘোড়াশাল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সচেতনামূলক প্রচারণা কালে উপজেলার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যও আহবান জানানো হয়। করোনার দ্বিতীয় ধাপে পলাশ থানা পুলিশের এধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং করোনাভাইরাস শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন।

মন্তব্যসমূহ (০)


Lost Password