মার্কিন নিষেধাজ্ঞায় নারাজ ফিলিপাইন

মার্কিন নিষেধাজ্ঞায় নারাজ ফিলিপাইন

চীনা কয়েকটি কোম্পানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞায় কষ্ট পেয়েছে ফিলিপাইন। দেশটির পক্ষ থেকে বলা হয়, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞায় সহযোগিতা করবে না ফিলিপাইন।

মঙ্গলবার ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র হ্যারি রকি সংবাদ সম্মেলনে বলেন, ফিলিপাইনি নিজেই তার সিদ্ধান্ত নেবে এবং কোনো বিদেশি সরকারের সিদ্ধান্ত অনুসরণ করবে না।

হ্যারি রকি আরও বলেন, আমাদের দেশ একটি স্বাধীন দেশ, কারো করদ রাজ্য নয়। ম্যানিলা সব ক্ষেত্রেই তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। ফিলিপাইনে চীনের যে সমস্ত কোম্পানি বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ করছে তারা তা সম্পন্ন করার সুযোগ পাবে।

জানা যায়, গত বুধবার মার্কিন সরকার চীনের ২৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব কোম্পানি দক্ষিণ চীন সাগরে চীনের জন্য কৃত্রিম দ্বীপপুঞ্জ নির্মাণের কাজ করছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password