দেশবাসীর সাথে প্রধান মন্ত্রীর শপথ অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শপথ গ্রহণ

দেশবাসীর সাথে প্রধান মন্ত্রীর শপথ অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শপথ গ্রহণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ এক কাতারে আবদ্ধ হয়ে শপথ বাক্য পাঠ করেছেন।

বিকেল ৪ টা ৩০ মিনিটে শার্শা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফ্রান্সের মাধ্যমে একযোগে এই শপথ অনুষ্ঠান অংশগ্রহণ করেন আপামর বাঙালি জনতা। অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গড়ার শপথ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশের মানুষকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি দেশের মানুষকে একযোগে এ শপথ পড়ান। শপথ বাক্যের রিক্ত কথা হলো, "বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না— দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

মন্তব্যসমূহ (০)


Lost Password