পাকিস্তান-আফগানিস্তান সিরিজ স্থগিত

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ স্থগিত

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকেই শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আইসিসি ওয়ানডে সুপার লিগের এই সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিনওয়ারি বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম সিরিজটি আয়োজন করতে। এমনকি পাকিস্তানকেও বলেছিলাম, তাদের মাটিতে যেন সিরিজটি খেলতে পারি। কিন্তু আফগানিস্তানের বর্তমান আভ্যন্তরীন অবস্থা বিচার-বিবেচনা করে আমরা শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করে দেয়ারই সিদ্ধান্ত নিয়েছি।’ পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও আফগানিস্তানের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বলে দাবি হামিদের।

উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি, ভ্রমণ জটিলতা ও করোনাভাইরাসের প্রাদুর্ভাব- সবকিছু বিবেচনাতেই দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। স্থগিত এই সিরিজটি আগামী বছর যে কোন সময় আয়োজন করার পরিকল্পনা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

মন্তব্যসমূহ (০)


Lost Password