শার্শায় প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শার্শায় প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩১ উৎযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকালে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শোভাযাত্রাটি শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত,উপজেলা ভাইস চেয়ারম্যানের মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান- ই-গুলশান, সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password