বামদের কালো পতাকা মিছিল, গ্রেফতার ৭

বামদের কালো পতাকা মিছিল, গ্রেফতার ৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বের করা কালো পতাকা মিছিল থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৪টায় নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। মানববন্ধন শেষে মোদিবিরোধী স্লোগান দিয়ে কালো পতাকা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় বাম গণতান্ত্রিক জোট নেতাদের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উজ্জ্বল রায়, ফাহিম, মনীষা ওয়াহিদ, সাদিয়া নাওশিন তাসনিম, সঞ্জয়সহ সাতজন। এদিকে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি কামনা করেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেটের নেতারা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরকে ঘিরে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়ায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password