অনন্য মামুনের সিনেমার গান থেকে বাদ পড়লেন নোবেল

অনন্য মামুনের সিনেমার গান থেকে বাদ পড়লেন নোবেল

জি বাংলার সংগীত রিয়েলিটি শো থেকে পরিচিত পান মাইনুল আহসান নোবেল। পরিচিত হওয়ার পর থেকে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে বিতর্কিত এবং সমালোচিত গায়ক হিসেবে বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন। দিন দিন বেড়েই চলেছে তার উগ্র স্বভাব। সম্প্রতি সংগীত পরিচালকের ক্যারিয়ার শেষ করে দেয়ার হুমকির পাশাপাশি সাংবাদিকদের অপহরণেরও হুমকি দিয়েছেন নোবেল। এমন ঘটনার পর তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। জিডি করার পরও তিনি চুপ থাকেননি বরং পৃথিবীর সমস্ত সাংবাদিককে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ছেন।

এসব ঘটনার পর নোবেলের সমালোচনায় মুখর হয়ে ওঠেছে নেটিজেনরা। মিউজিক ইন্ডাস্ট্রির অনেকেই নোবেলের এসব মন্তব্যের নিন্দা জানিয়েছেন। এমনকি দেশের ঐতিহ্যবাহী সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক সারেগামাপা তারকা মাঈনুল আহসান নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করে নিয়েছে।

এবার বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে নোবেলকে নিজের সিনেমার গান থেকে বাদ দিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। অনন্য মামুন পরিচালিত  'অমানুষ' সিনেমার গানে কণ্ঠ দেয়ার কথা ছিলো নোবেলের। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই। তিনি বলেন, 'বেয়াদবকে দিয়ে আমার অমানুষ সিনেমার টাইটেল সং করার কথা ছিলো, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা।'

মন্তব্যসমূহ (০)


Lost Password