গাড়ি পোড়ানোর নির্দেশদাতা’ হিসেবে নিপুন রায় গ্রেপ্তার

গাড়ি পোড়ানোর নির্দেশদাতা’ হিসেবে নিপুন রায় গ্রেপ্তার

হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করার নির্দেশদাতা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার বিকেলে রাজধানীর রায়েরবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রাতে বিষয়টি প্রতিনিধিকে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

আশিক বিল্লাহ বলেন, ‘রোববার বিকেলে রায়েরবাজারের বাসা থেকে নিপুন রায়কে গ্রেপ্তার করা হয়। প্রথমে আমরা নিপুনের সহযোগী আরমানকে গ্রেপ্তার করি। তারপর আরমানের দেওয়া তথ্য অনুযায়ী নিপুন রায়কে গ্রেপ্তার করি।’

আশিক বিল্লাহ আরও বলেন, ‘নিপুন রায় আরমানসহ কয়েকজনকে গাড়ি পোড়াতে নির্দেশ দিয়েছিলেন। আমাদের গোয়েন্দা সূত্রে সেই তথ্য জানতে পারি। নির্দেশ প্রতিপালন করার পর গাড়ি পোড়ানোর ছবিও নিপুন রায়কে পাঠাতে বলেছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি।’

মন্তব্যসমূহ (০)


Lost Password