ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান নেইমার

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান নেইমার
MostPlay

বাংলাদেশ সময় আজ ভোরে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রেখেছে ব্রাজিল। কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখতে দুর্বার গতিতে ছুটছে ব্রাজিল। তাদের এবারের মিশনে দারুণ ভূমিকা পালন করছেন নেইমার জুনিয়র। শেষ চারের প্রথম লড়াইয়ে নিজের মুহূর্তের ঝলকে দলকে এনে দিয়েছেন জয়।

ব্রাজিলের পক্ষে আরও একটি কোপা শিরোপা ঘরে তুলতে অবশ্য ফাইনালে আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়াই আকাঙ্ক্ষিত প্রতিপক্ষ হওয়া উচিত। কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিততে না পারলে আর মজা কোথায়। তাই ম্যাচের পর জয়ের অন্যতম নায়ক নেইমার জানিয়েছেন তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির দল আর্জেন্টিনাকে চান। মঙ্গলবার (৬ জুলাই) ম্যাচ শেষে নেইমার বলেন, 'আমি ফাইনালে আর্জেন্টিনাকে চাই। আমি তাদের উৎসাহিত করছি। ওখানে আমার অনেক বন্ধু আছে এবং ফাইনালে ব্রাজিলই জিতবে’।

আগামীকাল বুধবার সকালে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। এদিনই বোঝা যাবে নেইমারের আশা পূরণ হবে কী না। তবে আর্জেন্টিনা যেরকম ছন্দে আছে তাতে ফাইনালে না উঠলেই অবাক করার বিষয় হবে। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটি ম্যাচও হারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে মেসিও আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন মেসি।

১০ জুলাই মারাকানায় অনুষ্ঠিত হবে ফাইনাল। শুধু নেইমার নয় পুরো বিশ্ব আশা করছে ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যেন আর্জেন্টিনা হচ্ছে। ব্রাজিল আর্জেন্টিনা লড়াই ছাড়াও মেসি-নেইমার লড়াই দেখতে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।

মন্তব্যসমূহ (০)


Lost Password