নিউজিল্যান্ডের এক ক্রিকেটার করোনা পজেটিভ

নিউজিল্যান্ডের এক ক্রিকেটার করোনা পজেটিভ

আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে৷ সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশে পা রেখেই দুঃসংবাদ পেয়েছে নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড দলের ব্যাটসম্যান ফিন অ্যালেনের করোনা পজেটিভ এসেছে। যদিও ফিন অ্যালেন আজ নয় তিনি বাংলাদেশে এসেছেন ২০ আগষ্ট। অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সবার আগেই বাংলাদেশে আসেন৷

কোয়ারেন্টাইনে থাকা এ ক্রিকেটারকে আরো কিছু দিন চার দেয়ালে বন্দি থাকতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে অ্যালেনের চিকিৎসা চলছে। নিউ জিল্যান্ড ক্রিকেটের চিকিৎসা বিভাগের প্রধানও যোগাযোগ রাখছেন। এছাড়া দলের সঙ্গে থাকা কিউইদের ডাক্তার প্যাট ম্যাকহুগও অ্যালেনকে পর্যবেক্ষণ করছেন। করোনা নেগেটিভ আসার পরেই দলের সাথে যোগ দিতে পারবেন ফিন অ্যালেন৷ জানা গেছে অ্যালেনের করোনা টিকা নেওয়া আছে এবং ইংল্যান্ড ছাড়ার আগে সফরপূর্ব সব পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন।

এদিকে আজ ঢাকায় পা রাখা নিউজিল্যান্ড দল তিন দিনের কোয়ারেন্টাইনে চলে গেছে। করোনা পরিক্ষায় নেগেটিভ আসার পর তারা অনুশীলনের অনুমতি পাবেন। নিউজিল্যান্ড ও বাংলাদেশের পাঁচ ম্যাচের প্রথম টি-টোয়েন্টি হবে ১ সেপ্টেম্বর মিরপুরে৷ বাকি ম্যাচগুলো হবে একই মাঠে ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

নিউজিল্যান্ড স্কোয়াড : টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।

মন্তব্যসমূহ (০)


Lost Password