নারায়ণগঞ্জ একশ' গাড়ি ভাঙা হয়েছে, জ্বালিয়ে দিয়েছে ২০-২৫টি

নারায়ণগঞ্জ একশ' গাড়ি ভাঙা হয়েছে, জ্বালিয়ে দিয়েছে ২০-২৫টি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ হেফাজতের ডাকা হরতাল প্রসঙ্গে বলেছেন, আমরা যেন প্রকৃত ইসলামকে সঙ্গে নিয়ে থাকতে পারি। গাড়ি ভাঙার ইসলামে যেন না পড়ি।

তিনি বলেন, হেফাজতে ইসলামের হরতালে নারায়ণগঞ্জে প্রায় একশ' গাড়ি ভাঙা হয়েছে। ২০-২৫টা জ্বালিয়ে দিয়েছে। একজন ব্যক্তির লেগুনা টাইপের গাড়ি ক্ষতি করা হয়েছে। তার জীবনের সব বিক্রি করে সেটা কিনেছেন। তার এখন কিছু নাই।

সোমবার বন্দরের সোনাকান্দায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) অডিটোরিয়ামে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। 

বিদেশগামীদের উদ্দেশে তিনি বলেন, কোনো সস্তা জিনিসে যেন আমরা আকৃষ্ট না হই। ইতালি যাবেন কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে হবে। সেটা কেন? আমরা যেন বৈধভাবে বিদেশ যাই। ভুল পথে না যাই। সস্তা লোভে না পড়ি। আমরা চাই আপনাদের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হোক।

বিআইএমটির অধ্যক্ষ প্রকৌশলী মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password