বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাকিব আল হাসানকে যখন আইপিএল খেলার অনুমতি দেয়া হয়েছিল, তখন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন মোস্তাফিজুর রহমানও যদি অনুমতি চেয়ে থাকেন, তাহলে তাকে অনুমতি দেয়া হবে।
বিসিবির পক্ষ থেকে অনুমতি মিলে গেছে। সুতরাং, ভারতের মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএলে খেলতে আর কোনো বাধা রইলো না মোস্তাফিজের সামনে। এবারের আইপিএল নিলাম থেকে মোস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
কিছুদিন আগেই কেকেআরের হয়ে আইপিএল খেলার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে নেন সাকিব আল হাসান। একই সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টেস্ট সিরিজ। সাকিব সেই সিরিজ বাদ দিয়ে খেলবেন আইপিএল। যা নিয়ে তুমুল সমালোচনা বাংলাদেশে।
এমন পরিস্থিতিতে মোস্তাফিজ আইপিএল খেলবেন কি না তা নিয়ে ছিল সংশয়। যদিও মোস্তাফিজ আগেই জানিয়ে দিয়েছিলেন, তার কাছে আইপিএলের চেয়ে দেশ বড়।
তবে শনিবার বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘মোস্তাফিজকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।’ আবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মিডিয়াকে জানিয়েছেন, মোস্তাফিজকে ছাড়পত্র দেয়ার বিষয়টি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে, আরও কিছু অভিজ্ঞতা হবে।’
এর অর্থ, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজে দলে থাকা হচ্ছে মোস্তাফিজের। তিনি আইপিএল খেলবেন রাজস্থান রয়ালসের হয়ে, ১ কোটি রুপির বিনিময়ে। আইপিএলে বাংলাদেশের অন্য তারকা সাকিব আল হাসান শনিবারই কলকাতা চলে গেলেন কেকেআরে যোগ দেয়ার জন্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন