মুমিনুলের অস্ত্রোপচার সম্পন্ন দুবাইয়ে

মুমিনুলের অস্ত্রোপচার সম্পন্ন দুবাইয়ে

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের আঙুলে অস্ত্রোপচার হয়েছে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বুরজিল হাসপাতালে তার বাঁ হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচার হয়।

বুধবার দুপুরের পর বিষয়টি নিশ্চিত করেছেন মুমিনুল নিজেই। অস্ত্রোপচারের পর ভালো আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুমিনুল। ফলে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন ২৯ বছর বয়সি এই ক্রিকেটার।

এ পর্যন্ত ৪০টি টেস্ট খেলে ৪০.৯ গড়ে ২৮৬৯ রান করেছেন প্রিন্স অব কক্সবাজার খ্যাত বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ৭৪ ইনিংস খেলা মুমিনুলের রয়েছে ১৩টি ফিফটির পাশাপাশি ৯টি সেঞ্চুরি। যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ১৮১।

অন্যদিকে, তিন ফিফটিতে ২৮টি ওয়ানডে খেলা সৌরভের সংগ্রহ মাত্র ৫৫৭। যার মধ্যে সর্বোচ্চ ইনিংস ৬০ রানের। মূলত টেস্ট ঘরানার হওয়ায় মুমিনুল সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৮-তে।

অন্যদিকে, ধুন্ধুমার টি-টোয়েন্টি লিগ খেললেও দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৬টি। তাও সেই ২০১২-১৪ মৌসুমে।

মন্তব্যসমূহ (০)


Lost Password