মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের থেকে ভালো দল’

মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের থেকে ভালো দল’

ভারতের পেছনে সেই সফরের শুরু থেকেই লেগে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। টেস্ট সিরিজে পিছিয়ে পড়ার পর ভারত ধুলো উড়া পিচ বানিয়ে ইংল্যান্ডকে নাকাল করেছিল। এরপর ভারতের পিচ নিয়ে ব্যঙ্গাত্মক এক ভিডিও বানিয়েছিলেন ভন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও আপলোড করেন সাবেক ইংলিশ অধিনায়ক। যাতে দেখা যায়, চাষের জমির মতো এবরো-থেবরো মাটিতে একটি পিচ তৈরি করা হয়েছে। আর ভারতকে ব্যঙ্গ করে সেখানে ‘পিচ রিপোর্ট’ উপস্থাপনা করেন ভন।

ভনের সেই ব্যঙ্গ চাপা পড়ে গিয়েছিল ইংল্যান্ডের বাজে ব্যাটিংয়ে। শুধু দ্বিতীয় টেস্টেই নয়, তৃতীয় আর চতুর্থ টেস্টেও ভারতীয় বোলারদের সামনে নাকাল হন ইংলিশ ব্যাটসম্যানরা। পিচ নিয়ে তাই আর সমালোচনার সুযোগ ছিল না।

তবে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই আবারও সুযোগ আসলো ভনের সামনে। মোতেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারত পাত্তাই পেল না ইংল্যান্ডের কাছে। ইংলিশ বোলারদের তোপে মাত্র ১২৪ রান তুলে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

উত্তরসূরীদের এমন সহজ জয় দেখে ম্যাচের পর ভারতকে কটাক্ষ করে ভন টুইট করেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স ভারতের থেকে ভালো দল।’ স্বভাবতই ভনের এই টুইটও তৈরি করেছে বিতর্ক।

ভারতীয় সমর্থকদের হয়ে অবশ্য দারুণ এক জবাব দিয়েছেন ওয়াসিম জাফর। ভারতের সাবেক এই ওপেনার পাল্টা খোঁচা দিয়ে টুইট করেছেন, ‘সব দলের সৌভাগ্য হয় না ৪ জন বিদেশি নিয়ে খেলার।’

জাফরের ইঙ্গিত, জোফরা আর্চারদের দিকে তা বলাই বাহুল্য। শুক্রবার খেলা ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ছিলেন ইয়ন মরগ্যান, ক্রিস জর্ডান, জেসন রয়, বেন স্টোকস এবং আর্চার, যারা কেউই ইংল্যান্ডে জন্মগ্রহণ করেননি। অধিনায়ক মরগ্যান তো দীর্ঘদিন খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে।

মন্তব্যসমূহ (০)


Lost Password