কঠোর বার্তা দিলেন এমপি মোহন

কঠোর বার্তা দিলেন এমপি মোহন

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে করোনা মোকাবিলায় লকডাউন বাস্তবায়নে কঠোর বার্তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জহিরুল হক ভূঞা মোহন।

সোমবার (২৬ জুলাই) উপজেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে করোনা মোকাবিলার পর্যলোচনা সভায় এমপি মোহন বলেন, শিবপুরের জনগণকে করোনা থেকে রক্ষা করতে হবে। গ্রাম গঞ্জে এখন করোনা বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ইউপি চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দলমত নির্বিশেষ এলাকার জনগণের পাশে থাকতে হবে। যাদের ঘরে খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করতে হবে।

করোনা রোগীর চিকিৎসা ও খাবার নিশ্চিত করতে হবে। এলাকায় ঘুরে ঘুরে খোজ খবর নিতে হবে। মাস্ক পড়া ছাড়া কেউ ঘর থেকে যাতে বের না হয় সেটা নিশ্চিত করতে হবে। ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা দায়িত্বশীল না হলে করোনার বিস্তার বেড়ে যাবে। মানবিক হয়ে আপনারা এলাকায় কঠোর ভাবে দায়িত্বপালন করুণ, হাট বাজার বন্ধ রাখুন। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে জনগণকে রক্ষা করুন। আমি আপনাদের পাশে আছি।

উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভ‚ঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password