আবারও বরখাস্ত স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো

আবারও বরখাস্ত স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো

মেয়াদ পূর্ণ হবার আগে বরখাস্ত হওয়াটা নতুন কিছু নয় হোসে মরিনহোর জন্য। বিগত বেশ কয়েকবছর ধরেই কোন ক্লাবের হয়ে তার চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না তিনি। তবে টটেনহ্যামের দায়িত্ব পাওয়ার পর অনেকেই হয়তো ধরে নিয়েছিল এবার বুঝি স্থায়ী ঠিকানা খুজে পেয়েছেন স্পেশাল ওয়ান।

কিন্ত সবার ধারনা ভুল করে দিয়ে ১৭ মাস পর কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম। আজ সোমবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে মরিনিহো এবং তার কোচিং স্টাফের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানিয়েছে টটেনহ্যাম কর্তৃপক্ষ।

দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় কারণেই মুলত স্পেশাল ওয়ান এ কোচকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমে ইংলীশ প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে শিরোপা প্রত্যাশি টটেনহ্যাম। তবে ইংলীশ লিগ কপ জেতার সম্ভাবনা রয়েছে তাদের সামনে। মাত্র ছয় দিন পরেই ইংলীশ লিগ কাপের ফাইনালে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামবে তারা। এমত অবস্থায় মরিনহোকে বরখাস্ত করায় অনেক ফুটবল বোদ্ধাই অবাক হয়েছেন। মরিনহোর পরিবর্তে আপাতত ছোটদের দলের দায়িত্বে থাকা রিয়ান ম্যাসন এবং ক্রিস পাওয়েল দলের দায়িত্ব সামলাবেন বলে জানা গেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password