মমিনুল-লিটনের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

মমিনুল-লিটনের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফিরতে বাংলাদেশকে এখন করতে হবে আরও ৮২ রান। হাতে রয়েছে ৪ উইকেট। ইতিমধ্যে বিদায় নিয়েছেন দলের টপ অর্ডার ব্যাটসম্যান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে বাংলাদেশ। জয় পেতে দরকার আরও ৮২ রান।

সর্বশেষ দু’জন আউট হয়েছেন মমিনুল হক ও লিটন দাস। মমিনুল ৬৪ বলে ২৬ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন। আর লিটন আউট হন ৩৫ বলে ২২ রান করে। তিনি শিকার হন জোমেল ওয়ারিক্যানের। এর আগে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের দ্রুত বিদায়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩০ বলে ১৪ রান করে জোমেল ওয়ারিক্যানের শিকার হন মুশফিক। পরে দ্রুতই রাহকিম কর্নওয়ালের বলে বিদায় নেন মিঠুন (১০)।

এর আগে দ্বিতীয় সেশন শেষে চা-পানের বিরতির আগে রাহকিম কর্নওয়ালের বলে উইকেট বিলিয়ে দেন পুরো সিরিজে বাজে খেলা নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ১১ রান করেছেন তিনি।

আজ রবিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় মাঠে নামে দু’দল। এর আগে ক্যারিবীয়রা নিজেদের প্রথম ইনিংসে ৪০৯ রান করে। জবাবে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password