ভারতের বিরাট কোহলিকে আধুনিক যুগের অধিনায়ক হিসেবে অভিহিত করলেন অস্ট্রেলিয়ার সাবেক সফল নেতা স্টিভ ওয়াহ। দল নেতা হিসেবে ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা স্টিভই বর্তমান ক্রিকেটের সেরা অধিনায়ক হিসেবে কোহলিকে বেছে নিয়েছেন।
কোহলির নেতৃত্বগুন মন কেড়েছে স্টিভের। অধিনায়ক হয়ে যেভাবে দলকে সামলাচ্ছেন কোহলি, তা স্টিভের কাছে আধুনিক যুগের সেরা নেতৃত্বগুন মনে হচ্ছে।
দলের মধ্যে এমন এক মন্ত্র কোহলি দিয়েছেন, সেই মন্ত্রে ভারতীয় দল এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বলে জানান স্টিভ। তার মতে, কোনও কিছুই অসম্ভব নয় এই মনোভাবটা ভারতীয় দলের সব খেলোয়াড়ের মনে গেঁথে দিয়েছেন কোহলি। তাই কোহলির নেতৃত্বগুনে ভারতীয় দল এখন অন্য এক উচ্চতায় পৌঁছে গেছে।
ভারত এবং ভারতীয় ক্রিকেটের উপরে এক তথ্যচিত্র তৈরি করেছেন স্টিভ। ভারতের সঙ্গে স্টিভের ভালবাসার সম্পর্ক দীর্ঘ দিনের। সম্পর্কের উপর ভিত্তি করেই তথ্যচিত্র তৈরি করা হয়েছে। যার নাম, ‘ক্যাপচারিং ক্রিকেট : স্টিভ ওয়াহ ইন ইন্ডিয়া’।যে তথ্যচিত্রে স্টিভ জানিয়েছেন, ১৯৮৬ সালে প্রথম ভারতে সফরে কি রকম ধাক্কা খেয়েছিলেন।
সোমবার ঐ তথ্যচিত্র নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কথা বলেন স্টিভ। তিনি বলেন, ‘কোহালি হল আধুনিক ভারতীয় মানসিকতার প্রতীক। মানসিকতাটা হলো- নিজের কাজটা ঠিক মতো করে যাও, কাউকে ভয় পেও না। সব চ্যালেঞ্জের মুখোমুখি হও দেখবে কোন কিছুই কঠিন নয়, অধরাও থাকবে না, কোনো কিছুই অসম্ভব মনে হবে না। এই মানসিকতার জন্যই কোহলি আধুনিক সময়ের অনন্য এক নায়ক’।
অধিনায়ক কোহলির প্রশংসা করে স্টিভ ওয়াহ আরো বলেন, অধিনায়ক হিসেবে সতীর্থদের সঙ্গে বন্ধুর মত মিশে গেছেন কোহলি। সতীর্থরা তাকে অধিনায়কের চাইতে বন্ধু হিসেবেই বেশি সম্মান করে, ভালোবাসে। দলের সাফল্যকে মুখ্য করে দেখছেন কোহলি। তাই ভারতের সাফল্য চোখে পড়ার মত। তিন ফরম্যাটে ভারত দল এখন অন্য রূপ ধারণ করেছে।
তার কাছে অনেক কিছ্ইু শেখার আছে। দলের ব্যাটসম্যানরা তার কাছ থেকে শিখতে চায়। শুধুমাত্র ব্যাটিংই নয়, কোহলির অধিনায়কত্বও শিখছে সকলে। অস্ট্রেলিয়ার মাটিতে আজিঙ্কা রাহানের অধিনায়কত্বে আমি মুগ্ধ। আমি নিশ্চিত, এর পেছনে কোহলির বড় ভূমিকা আছে। কোহলির কাছ থেকে শিখে নিজেকে তৈরি করেছে রাহানে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন