মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না মিথিলা

মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না মিথিলা

দুর্ভাগ্য ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলার। নির্বাচিত হয়েও মার্কিন মুলুকের ফ্লোরিডায় ‘মিস ইউনিভার্স’ এর মূল মঞ্চে যেতে পারছেন না তিনি। দেশে লকডাউন অবস্থা বিরাজমান থাকায় সময় স্বল্পতা ও যথাযথ প্রস্তুতিতে ঘাটতির কারণে বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান মিথিলার নাম প্রত্যাহারের জন্য আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। তাই ৬ মে ফ্লোরিডায় অনুষ্ঠিতব্য বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সম্মানজনক আয়োজনে অংশগ্রহণ করতে পারছেন না মিথিলা।

মিস ইউনিভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিক ইসলাম ও মিথিলা দুজনেই খবরটি নিশ্চিত করেছেন। শফিক ইসলাম বলেন, লকডাউনের কারণে সব প্রস্তুতি নিতে পারিনি। ভিসা প্রসেসিং শেষ হয়নি। মিস ইউনিভার্স থেকে কিছু শর্ত দেয়া হয়েছিল। বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও নির্মাণের। কিন্তু করোনা ও লকডাউনে কারণে সেই শর্ত পূরণ করা সম্ভব হয়নি। এছাড়া ন্যাশনাল কস্টিউমেও ঘাটতি রয়েছে। লকডাউন বাড়িয়ে ২৮ তারিখ নেয়ার সরকারি অফিস বন্ধ।

তিনি বলেন, সবকিছু জানিয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে মেইল করে জানাই। তারা আমাদের আবেদন গ্রহণ করে ফিরতি মেইল দিয়েছে। তাই এবার বাংলাদেশ অংশ নিচ্ছে না, মিথিলাও যাচ্ছেন না। শুধু বাংলাদেশ নয়- ক্রোয়েশিয়া, বুলগেরিয়া ও মায়ানমারের মতো কয়েকটি দেশ করোনার কারণে আসন্ন মিস ইউনিভার্সের মঞ্চে অংশ নিতে পারছে না বলে জেনেছি। পরবর্তী বছর বাংলাদেশ অংশ নেবে। আগেই আমরা লাইসেন্স কিনে রেখেছি।

মিস ইউনিভার্সের মঞ্চে অংশ না নেয়া প্রসঙ্গে মিথিলা বলেন, করোনার কারণে আমরা রেডি হতে পারিনি। অনেক প্রস্তুতির ব্যাপার থাকলেও সময় স্বল্পতার কারণে শেষ করা সম্ভব হয়নি। আমেরিকা গিয়ে সেখান থেকে ফ্লোরিডা যাওয়াও সময়ের ব্যাপার। সবকিছু মিলিয়ে এতো কিছু ম্যানেজ করা সম্ভব হয়নি।

এতকিছুর পর মিস ইউনিভার্স বাংলাদেশে খেতাব পেয়ে মূল প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে খারাপ লাগছে বলে জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, অনেককিছু করার ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারছি না। বেশ খারাপ লাগছে। তবে আমি বিশ্বাস করি, একটা পথ বন্ধ হলেও হাজারটা পথে খুলে যায়। ভবিষ্যতে নিশ্চয়ই অনেক কিছু অপেক্ষা করছে।

প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে মিথিলার মাথায় ওঠে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট। আগামী মে তে যুক্তরাষ্ট্রে ৬৯ তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেয়ার  কথা ছিল জনপ্রিয় মডেল মিথিলার।

মন্তব্যসমূহ (০)


Lost Password