ব্যক্তিগত প্লেনে পরিবার ও বন্ধু নিয়ে মেসির অবকাশ যাপন

ব্যক্তিগত প্লেনে পরিবার ও বন্ধু নিয়ে মেসির অবকাশ যাপন

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বেশ কয়েক বছর ধরেই ব্যক্তিগত প্লেনে করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। মেসির যাত্রাসঙ্গী কখনো তার পরিবার অথবা তার সতীর্থরা। ১২৭ কোটি টাকার এই বিমানে কি নেই! বিলাশবহুল এই বিমানে সুবিশাল বসার জায়গা থেকে শুরু করে রয়েছে রান্নাঘর, কনফারেন্স রুম সহ আরও অনেক কিছু।

২০১৮ সালে চকচকে একটি প্লেন লিজ নিয়েছিলেন মেসি। কারণ পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াতে চান এই তারকা। বিলাসবহুল এই প্লেনে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। প্লেন না বলে একটি প্রাসাদ বললে মোটেও ভুল বলা হবে না।

সাদা রঙের এই প্লেনের গায়ে খোদাই করা মেসির জার্সি নাম্বার ১০। রানওয়েতে পৌছানোর পর যে কেউ দেখলেই বলে দিতে পারবে মাটিতে কার পা পড়তে যাচ্ছে। প্লেনের সিঁড়িতেই লেখা আছে তার স্ত্রী আন্তোনেল্লা ও ৩ সন্তান থিয়াগো, মাতেও আর কিরো মেসির নাম।

বিলাশবহুল এই বিমানে রয়েছে বিশাল বড় একটি কনফারেন্স রুম। রয়েছে রান্নাঘরসহ ১৬ টি চেয়ার। যেই চেয়ারগুলোকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে আটটি বিছানা। প্রতিটি সিটের সামনে লাগানো এলইডি স্ক্রিন।এই বিমানে করেই তিনি বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় আসেন। ১৩ জুন থেকে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার টুর্নামেন্ট। দেশের হয়ে এই ট্রফি জিততে মরিয়া এই আর্জেন্টাইন সুপারস্টার। দেখা যাক এবার লাকি হয় কিনা এলএমটেন উড়োজাহাজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password