মেসি-রোনালদো খেলবেন এক ক্লাবে

মেসি-রোনালদো খেলবেন এক ক্লাবে

মেসি-রোনালদো জুটি বেঁধে খেলছেন এক দলে। সমর্থকদের কল্পনাতীত ঐ স্বপ্নটাই এখন সত্যি হবার পথে। মেসি-রোনালদো অবিসংবাদিতভাবে আধুনিক ফুটবলের দুই মহাতারকা। যাদের দ্বৈরথ উপভোগে বুদ হয়ে থাকে পুরো বিশ্ব। প্রায় দেড় দশক এই দুই মহারথী আছেন আলোচনার তুঙ্গে। ক্লাব ফুটবল কি জাতীয় দল ব্যক্তিগত অর্জন এ সমৃদ্ধ দুজনেরই ক্যারিয়ার। এই দুই ফুটবলারের জন্যই রিয়াল-বার্সার মহরম ছিল সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ।

রোনালদো মাদ্রিদ ছেড়ে যাবার পর এল ক্লাসিকো নিয়েও নেই আগের মত আগ্রহ। তবে একটা সম্ভাবনা উঁকি দিচ্ছে দুই মহারথী কে এক দলের জার্সিতে দেখার আর স্বপ্ন দেখাচ্ছেন বার্সা সভাপতি গুয়ান লা পোর্তা। জুভেন্তাস এ চুক্তির শেষ বছরে আছেন রোনালদো। টুরিনে CR7 সুখে নেই। মৌসুম শেষ হবার আগেই গুঞ্জন ওঠে তার দল বদল এর। নতুন ঠিকানা হিসেবে অনেক ক্লাবের নামে উঠে আসে। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড স্পোর্টিং লিজব্যান ছাড়াও শোনা যায় পিএসজির নাম। তবে রোনালদো এখনো কোন সিদ্ধান্তে আসেন নি। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চান না লা পোর্তা। রোনালদোর ক্যারিয়ারের শুরুর দিকে একবার তাকে দলে নেয়ার সুযোগ পেয়েও ভুল করেছিলেন।

তবে এবার সম্ভাবনা ক্ষীণ হলেও চেষ্টা চালিয়ে যেতে চান লা পোর্তা। রোনালদোকে দলে নিলে দিতে হবে মোটা অঙ্কের বেতন। আর্থিক টানাটানিতে থাকা বার্সেলোনা কিভাবে পাবে সেই অর্থে। এ ছাড়া জুভেন্টাস ও ফ্রিতে ছেড়ে দিবে না CR7 কে। তাই কিভাবে নিবেন সেই পরিকল্পনা করে রেখেছেন লা পোর্তা।

বার্সা তাদের তিনজন ফুটবলারকে দিয়ে দিবেন জুভেন্টাসকে তারা হলেন গ্রিজম্যান, কুতিনহো এবং সার্জিও রবার্তো। তিনজনের সম্মিলিত যে বেতন সেটা দিয়েই রোনালদোর বেতন হয়ে যাবে বলে মনে করেন লা পোর্তা। তবে বার্সা সভাপতি এই পরিকল্পনা আদৌ বাস্তবে রুপ দেখবে কিনা তা নিয়েও আছে অনেক প্রশ্ন। কারণ বার্সেলোনায় এখনো নতুন চুক্তি সই করেননি লিওনেল মেসি। এ মাসের 30 তারিখ শেষ হবে তার সাথে তার চুক্তির মেয়াদ।

যদিও মেসির বাবা নতুন চুক্তির বিষয়ে কাজ করছেন বলে খবর স্প্যানিশ গণমাধ্যমে। কিন্তু শেষপর্যন্ত বলটা রোনালদোর কোর্টে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা এই কিংবদন্তী নিজের কোটি ভক্তের হৃদয় ভেঙে বার্সেলোনায় গেলে আজীবনের জন্য হিরো থেকে থাকে হয়ে যাবেন ভিলেন। ঠিক এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password