মেঘনা উপজেলায় আসন্ন ইউনিয়ন নির্বাচনে চন্দনপুর ইউনিয়নে নৌকা মার্কা প্রার্থীর ভরাডুবি। এই ইউনিয়নে ঘোড়া মার্কা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে জয় লাভ করেছে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ছেলে এবাদত উল্লাহ।
বৃহস্পতিবার (২৫মে) এই নির্বাচন অনুষ্ঠিত হয়, পরে উপজেলা কার্যালয় থেকে এর ফলাফল ঘোষণা করা হয়।
চন্দনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচন এর বেসরকারি ফলাফল অনুযায়ী- সতন্ত্র প্রার্থী এবাদত উল্লাহ ঘোড়া মার্কা প্রতিক নিয়ে ১৪৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। অপরদিকে নৌকা প্রতিক নিয়ে সেলিম আহম্মেদ ১২৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া চশমা মার্কা নিয়ে মোঃ সেলিম সরকার পেয়েছেন ১৩০৯ ভোট, ফ্যান মার্কা নিয়ে মোঃ মোখলেছুর রহমান পেয়েছে ১০৭৮ ভোট, আম পাতা মার্কা নিয়ে মোঃ গোলাম মহিউদ্দিন মোহন পেয়েছেন ৮৯৭ ভোট এবং মোঃ আমির হোসেন পাখা মার্কা নিয়ে পেয়েছেন ৭৭০ ভোট।
জানা যায়, ফলাফলের ঘোষণায় শোনতেই প্রয়াত বাবার কবর জিয়ারতে যায় এবাদত উল্লাহ।
উল্লেখ, গত ১৪ মার্চ চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ইন্তেকাল করেন সেই সুবাদে উনার আসনটি ফাকা হলে নির্বাচন কমিশন ইউনিয়নটিতে নির্বাচন করার ঘোষনা দেয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন