ইউরোপা লিগের মঞ্চে মুখোমুখি ম্যানইউ-এসি মিলান

ইউরোপা লিগের মঞ্চে মুখোমুখি ম্যানইউ-এসি মিলান

রাউন্ড অব সিক্সটিনের প্রথম পর্বের লড়াইয়ে মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। ওল্ড ট্রাফোর্ডে দু'দলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে।  

লিগের মাঝে বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে ইউরোপা লিগের খেলা। এবার ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইতালিয়ান জায়ান্ট এসি মিলান।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ২ নম্বরে আছে ম্যানচেস্টার। অন্যদিকে, এসি মিলানও তাদের সিরিআ'য় অবস্থান করছে ২ নম্বরে। তাই ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম পর্বের এই লড়াইটা যে জমজমাট হবে তা অনেকটা অনুমেয়ই।

এই প্রথম ইউরোপা লিগের মঞ্চে মুখোমুখি হচ্ছে দু'দল।  কিন্তু অন্য যেকোন প্রতিযোগিতায় ১০ বার দেখা হয়েছে দু'দলের। লিগে শেষ ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ইউনাইটেড। যদিও তার আগে তিন ম্যাচে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলদের। এবার নিজেদের মাঠে সব সুবিধা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চাইবে সোলশায়ারের দল। 

তবে, স্বাগতিক শিবিরে আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। পল পগবা, ডেভিড ডি হিয়া, হুয়ান মাতা কিংবা ফিল জোনস কাউকেই পাচ্ছে না তারা। রাশফোর্ড, কাভানি, লুক শকে নিয়েও আছে শঙ্কা। তবে, ফার্নান্দেজ, মার্শাল, হেন্ডারসন, ম্যাকটোমিনেদের নিয়ে আশার আলো দেখছেন সোলশায়ার। 

অন্যদিকে, এসি মিলান ইউরোপা লিগে টানা ৫ ম্যাচে হারের মুখ দেখেনি। তাই তারা চাইবে এই ধারাবাহিকতা ওল্ড ট্রাফোর্ডেও ধরে রাখার। 

তবে মিলানের ইনজুরি তালিকাটাও দীর্ঘ। মানজুকিচ, মালদিনি, জ্লাতান ইব্রাহিমোভিচ সবাই মাঠের বাইরে। তাই দল সাজাতে কিছুটা বেগ পেতে হতে পারে কোচ স্টেফানো পিওলির।

মন্তব্যসমূহ (০)


Lost Password