ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

কিশোরগঞ্জের ভৈরবের স্টেডিয়াম এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে রাশেদা বেগম রাশো নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টা এই ঘটনা ঘটে।

এই ঘটনার পর রোগীর স্বজনরা হাসপাতলে তাণ্ডব চালিয়েছে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সময় হাসপাতালের কতৃপক্ষ ও কর্তব্যরত ডাক্তাররা ঘা ঢাকা দেন। মৃত প্রসূতি চার সন্তানের জননী। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামের গ্রাম্যডাক্তার আবুল বাশারের স্ত্রী। 

পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার বিকালে সন্তান প্রসবের জন্য ৪ সন্তানের জননী রাশেদা বেগম রাশোকে সাজেদা আলাল প্রা. হাসপাতালে ভর্তি করে স্বজনরা। আজ সোমবার সকাল ১১টার দিকে হেঁটে ওটিতে যান রাশেদা। তার অপারেশন করেন ডাক্তার নাহিদা নাজনীন। অপারেশনের কিছুক্ষণ পরেই রাশেদা মারা যান বলে স্বজনরা অভিযোগ করেন। তবে বাচ্চাটি জীবিত আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই সময় পরিস্থিতি বেগতিক দেখে ঘা ঢাকা দেয় হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তাররা।

মন্তব্যসমূহ (০)


Lost Password