আবারো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে লাসিথ মালিঙ্গাকে

আবারো জাতীয় দলের জার্সিতে দেখা যাবে লাসিথ মালিঙ্গাকে

লাসিথ মালিঙ্গা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন  ২০১৯ সালে । তবে আবারো ফিরতে যাচ্ছেন এই ইয়র্কার কিং। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে মালিঙ্গাকে আবারো দলে ফেরাবে শ্রীলঙ্কা।  দীর্ঘদিন ব্রাত্য থাকলেও আসন্ন টি ২০ বিশ্বকাপ উপলক্ষে আবারো দলে ফিরতে যাচ্ছেন এই পেসার। 

জানা গেছে, শ্রীলংকা জাতীয় দলের বর্তমান বাজে পারফরম্যান্সের কারণেই অক্টোবরের টি-২০ বিশ্বকাপের ক্যাম্পেইনে ডাকা হবে মালিঙ্গাকে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রামোদ্যা উইক্রামাসিংহে।

মর্নিং স্পোর্টসকে উইক্রামা বলেন, আমরা শিগগিরই বসবো মালিঙ্গার সঙ্গে। তিনি আমাদের আসন্ন টি-২০ বিশ্বকাপের পরিকল্পনায় আছেন। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা (২০২৩ বিশ্বকাপ) নিয়ে এগুচ্ছি। তবে টি-২০ বিশ্বকাপে তাকে বিবেচনায় আনছি। সবকিছু নির্ভর করছে তার ফিটনেসের উপর।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password