বিজিবি এর কক্সবাজার ব্যাটালিয়ন এর রেজুপাড়া বিওপি কর্তৃক বড় ইয়াবার চালান উদ্ধার

বিজিবি এর কক্সবাজার ব্যাটালিয়ন এর রেজুপাড়া বিওপি কর্তৃক বড় ইয়াবার চালান উদ্ধার

অদ্য ০৫ আগস্ট বৃহস্পতিবার আনুমানিক ০১.১৫ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র  বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখার খবর গোয়েন্দা সূত্রে জানতে পেরে হানা দেয়। উক্ত স্থানে ব্যাপক তল্লাশী করে পাহাড়ে লুকায়িত অবস্থায় বস্তাভর্তি ৪১ কার্ট (প্রতি কার্টে ১০,০০০ পিস) সর্বমোট ৪,১০,০০০ (চার লক্ষ দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,৩০,০০,০০০/- (বারো কোটি ত্রিশ লক্ষ) টাকা।

উদ্ধারকৃত এই বিপুল পরিমান বার্মিজ ইয়াবা নিয়ে ফেরত আসার সময় চোরাকারবারীরা দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি  টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমন করে। বিজিবির টহলদল নানা কৌশলগত অবস্থান গ্রহণ করে উক্ত হামলা মোকাবেলা করে। বিজিবির পালটা আক্রমনে চোরাকারবারীরা গহীন অরন্যে পালিয়ে যেতে সক্ষম হয়। এই বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া নিচ্ছে বিজিবি।

মন্তব্যসমূহ (০)


Lost Password