ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের পঞ্চম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।প্রথম ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশন ভাঙেনি কেকেআর। তবে পরাজয়ে আইপিএল শুরু করা মুম্বাই আজ একটি পরিবর্তন এনেছে। ওপেনার ক্রিস লিনের পরিবর্তে খেলবেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক।টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কেকেআর। চেন্নাইয়ে চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
২০১২ সালের পর ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে কেকেআর। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটির দুইবারের শিরোপা জয়ে অনন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ছয় বছর শিরোপা জয়তো দূরে থাক, ফাইনালেও উঠতে পারেনি কেকেআর। ছয় বছরের সেই খরা এবার ঘুচাতে চায় কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে রেকর্ড পাঁচবার শিরোপা জিতে নেয়। গত দুই আসরে টানা শিরোপা জেতা দলটি হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেমেছে।
কলকাতা নাইট রাইডার্স: নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভাজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও বরুণ চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সুরাইয়া কুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, করুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কু জেনসিন, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন