হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কপিল দেব

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন কপিল দেব

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। রোববার (২৫ অক্টোবর) এনজিওপ্লাস্টির পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

বৃহস্পতিবার বিকেলে কপিল দেব বুকে ব্যথা অনুভব করেন। এরপর পারিবারিক চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর কপিলের হার্টে ব্লক ধরা পড়ে। এর পরই অস্ত্রোপচার করানো হয় ফোর্টিস এসকোর্টস হার্ট ইন্সটিটিউটে।

সেই ইন্সটিটিউট বিবৃতিতে জানিয়েছে, কপিল ভালো আছেন। দ্রুতই নিয়মিত জীবন-যাপনে তিনি ফিরতে পারবেন। তবে এর সঙ্গে চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণেও থাকতে হবে। 

ভারতের হয়ে ১৩১টি টেস্ট ও ২২৫টি ওয়ানডে খেলা কপিলের নেতৃত্বেই ১৯৮৩ সালে প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিল ভারত। টেস্টে তিনিই একমাত্র ক্রিকেটার যার ৫ হাজার রানের সঙ্গে রয়েছে ৪০০টি উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password